আমি হব সকাল বেলার পাখি 

          - কাজী নজরুল ইসলাম 





 "আমি হব সকাল বেলার পাখি 

সবার আগে কুসুম বাগে 

উঠব আমি ডাকি।



"সূর্য্যি মামা জাগার আগে

 উঠবো আমি জেগে,

 'হয়নি সকাল, ঘুমোও এখন',

মা বলবেন রেগে।



বলবো আমি- 'আলসে মেয়ে

ঘুমিয়ে তুমি থাক, 

হয়নি সকাল, তাই বলে কি

সকাল হবে নাক'?



আমরা যদি না জাগি মা 

কেমনে সকাল হবে ?

তোমার ছেলে উঠলে মা গো 

রাত পোহাবে তবে।

Post a Comment

Don't Share any links

أحدث أقدم