জলছবি
- শিবশঙ্কর মন্ডল
বাতিঘরে জ্বলে ওঠে শেষে রং মশালমেহেফিল সেজেছে রঙিন রোশনাই ।সম্মুখে দাঁড়িয়ে হিম মাখে মহাকালশেকলের ধ্বনি রথ আজো শোনে নাই ।সময়ের সঙ্গে দৌড়াতে গিয়ে ক্লান্ত,চেটেপুটে খেতে হয় আধখানা রুটি ।ভৌতিক মন্ত্রে মন কভু হয়নি শান্তরাতের রুদালিও স্বপ্নে নিয়েছে ছুটি ।সাঁওতাল পরগনায় নেমে আসে রাতসহজপাঠ মুখ ঢাকে সেই কিশলয়ে ।ঘুমের সন্ধানে চাঁদ নেমে এসে হঠাৎবৃষ্টির আঘাতে কখনো যাবে না ক্ষয়ে ।প্রত্যাখ্যানই সুখ নেই, ভীষণ ক্ষণস্থায়ীযা কিছু পেয়েছো রেখে দিও তা সবই।মাটির বুকে খরা, বার্ধক্য লাঙল দায়ীছবিতে নাইবা রইল, হৃদয়ের জলছবি ।
কবিতা - জলছবি
কবি - শিবশঙ্কর মন্ডল
কবিতা
Thank you for watching. Please share and flow to https://poemsongandeducation.blogspot.com/ Website. 🙏
إرسال تعليق
Don't Share any links