আরশি নগর দূরে 

- শিবশঙ্কর মন্ডল 

তোমার নামে পুজো দিলাম

 বুড়ো শিবের ব্রতে

কবে তুমি আসবে পাখি 

আরশি নগর হতে ?


শূন্য উঠোন ডাবের পাতা

জোনাকিদের ঘরে

শেষ বিকেলের আলো এসে

 ঝরছে রকের 'পরে ।


জনম দুখী সীতার মতোই  

রাবণ রাজার দেশে

 কে তোমারে করলো চুরি 

প্রেম ভিখিরির বেশে ?


গোলাপ ফুলের গন্ধে বিভোর, 

চাঁপার সাথে আড়ি

ঘুমের ঘোরেই পৌছে গেলাম

তোমার বাগান বাড়ি ।


নেই মালতী আজকে হেথায়

 হাজার ফুলের মাঝে

বউ কথা কও বসলো এসে 

ছাদের 'পরে সাঁঝে ।


রাত পোহাতো ফুল পাখিরা 

জবার ডালে বসে

দেখতো ওরা সোনার ক্ষেতে

পড়তো 'তারা' খসে ।


আরশি নগর পৌঁছে যেতাম

নিষেধ ছিল ফেরা

ওইখানেতে পড়শিরা সব 

করতো হাজার জেরা ।


জোনাক পোকা রাত্রি আনে 

 খেঁকশিয়ালের ডাক

নেই নিয়নের রঙের বাহার

হেথায় পথের বাঁকে।


পথের ওপর ডালপালা সব 

চালক গেল ঘেমে

ক্যাঁচর ক্যাঁচর গোরুর গাড়ি 

তাই কি গেল থেমে ?


চার চাকাতে দূষণ খুবই 

বাতাস গেছে ছেয়ে

পালকি নিয়ে আসবে যখন 

ফিরবে ঘরের মেয়ে ।

 


কবিতা  - আরশি নগর দূরে 

কবি - শিবশঙ্কর মন্ডল 


কবিতা 


Thank you for watching. Please share and flow to https://poemsongandeducation.blogspot.com/ Website. 🙏 

Post a Comment

Don't Share any links

أحدث أقدم