মাঝে মাঝে তব দেখা পাই

- রবীন্দ্রনাথ ঠাকুর 

পর্যায় - পূজা / উপপর্যায় - বিবিধ 

তাল - দাদরা 

 



মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,  তোমারে দেখিতে দেয় না?।

ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে

হারাই-হারাই সদা হয় ভয়,  হারাইয়া ফেলি চকিতে।।

কী করিলে বলো পাইব তোমারে,  রাখিব আঁখিতে আঁখিতে।

এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?

আর কারো পানে চাহিব না আর,  করিব হে আমি প্রাণপণ--

তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন।।


রচনা পরিচিতি 

---------------০ ---------------

রচনাকাল  - ১২৯১ (১৮৮৫)

কবির বয়স - ২৩

প্রকাশ - মাঘ ১২৯১, তত্ত্ববোধিনী পত্রিকা । 

রবিচ্ছায়া (ব্রহ্ম)

Rabindranath - Basanta koomar Roy 

গীতবিতান (পর্যায়; #/পৃ;) -  পূজা -বিবিধ; ৩৯৪/১৬২

রাগ / তাল - কাফি / দাদরা 

স্বরলিপি  - সঙ্গীত প্রকাশিকা (১৩১১); ব্রহ্মসঙ্গীত ৩; স্বরবিতান ২৩

স্বরলিপিকার - কাঙালীচরণ সেন; ঐ; ঐ

পাদটিকা - আখরসহ কীর্তনের সুরান্তর আছে। ১২৯১ সালের মাঘ মাসে জোড়াসাঁকোতে তিন ব্রাহ্ম সমাজের একত্র সম্মিলন হয়, সেখানে সমাজের নেতৃস্থানীয়দের  সমক্ষে রবীন্দ্রনাথ গানটি গেয়েছিলেন।

প্রচলিত ও [ব্র-স্ব] - মধ্যে সুরভেদ ও তালান্তর আছে।




Poet - Rabindranath Tagore

Song -  মাঝে মাঝে তব দেখা পাই


Bengali song 



Thank you for watching. Please share and flow to https://poemsongandeducation.blogspot.com/ Website. 🙏

Post a Comment

Don't Share any links

Previous Post Next Post