জলছবি 
- শিবশঙ্কর মন্ডল 





বাতিঘরে জ্বলে ওঠে শেষে রং মশাল
মেহেফিল সেজেছে রঙিন রোশনাই ।
সম্মুখে দাঁড়িয়ে হিম মাখে মহাকাল 
শেকলের ধ্বনি রথ আজো শোনে নাই ।


সময়ের সঙ্গে দৌড়াতে গিয়ে ক্লান্ত, 
চেটেপুটে খেতে হয় আধখানা রুটি ।
ভৌতিক মন্ত্রে মন কভু হয়নি শান্ত
রাতের রুদালিও স্বপ্নে নিয়েছে ছুটি ।


সাঁওতাল পরগনায় নেমে আসে রাত 
সহজপাঠ মুখ ঢাকে সেই কিশলয়ে ।
ঘুমের সন্ধানে চাঁদ নেমে এসে হঠাৎ 
বৃষ্টির আঘাতে কখনো যাবে না ক্ষয়ে ।


প্রত্যাখ্যানই সুখ নেই, ভীষণ ক্ষণস্থায়ী
যা কিছু পেয়েছো রেখে দিও তা সবই। 
মাটির বুকে খরা,  বার্ধক্য লাঙল দায়ী
ছবিতে নাইবা রইল, হৃদয়ের জলছবি ।



কবিতা - জলছবি

কবি - শিবশঙ্কর মন্ডল 



কবিতা



 Thank you for watching. Please share and flow to https://poemsongandeducation.blogspot.com/ Website. 🙏 

Post a Comment

Don't Share any links

Previous Post Next Post