রজনীকান্ত সেন (Life history of Rajanikanta Sen)
রজনীকান্ত সেন রজনীকান্তের গান মুখ্যতঃ ঈশ্বরানুভূতিতে ভাস্বর। বিরহ ব্যথা, ভক্তি, বিশ্বাস, আত্মসমর্পণ ইত্যাদি মনের আকুতি গভীর অনুভূতিতে জারিত হয়ে পরমার্থের সান্নিধ্যে সাদা ধাবমান। এ জীবনের ক্ষণিকতা, পরিজনের মায়া-মোহের বন্ধন, বৈভবের অসারত্ব তাঁর জীবন দর্শনের বিশেষ একটি দিক। জীবন যখন শুকায়ে যায়, সেই লগ্নে করুণাধারা আশে কবির মনে প্রাণ ঢালা ভক্তিরসাপ্লুত আত্মসমর্পিত সহজ সরল গানের ডালা, যে কোন সংবেদনশীল মনকে উধাও করে দিতে সক্ষম। বাহারী সুরের চাকচিক্য তথা ছন্দের জটিলতায় এতটুকু ভরাক্রান্ত না হয়ে কান্ত কবির গান যেন সুনিন্মল স্নিগ্ধতায় আকুল করা, মরমের আকুতি ভরা এক উচ্ছল আবেগের ঝরণাতলা। বাঙালি সমাজ এই অনিন্দ্যসুন্দর সুরের ঝরণাতলায় অবগাহন করে শ্বাশ্বত জীবনবোধ ও পবিত্রতায় তৃপ্ত। কান্ত কবির ভক্তি রসাপ্লুত গানে সুর প্রয়োগে যে সুগভীর আত্মনিবেদনের ভাবটি ফুটিয়ে উঠেছে তা অতি বিরল। ভাষার সারল্য, সহজ ছন্দ প্রকরণ ভক্ত মনকে ভক্তির জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। সেই চির প্রার্থিত চরম-পরমের সান্নিধ্যে। সুরের আবিলতা, ...